বিরাট সাফল্য ধরে রাখতে চান রোহিত
নয়াদিল্লি: বিরাটের অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। প্রথম ম্যাচ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টানা এক বছর ধরে খেলে যাওয়া বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দিয়ে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেন নির্বাচকরা।
শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে, রোহিত পরিষ্কার জানিয়ে দিলেন বিরাটের দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর। রোহিত বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে আমার কাজ হল বিরাট যেখানে টিমকে ছেড়ে গিয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যখনই সুযোগ পেয়েছি, তখনই দলের সাফল্য ধরে রাখার চেষ্টা করেছি।’
এর আগে বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছেন রোহিত। গত বছর রোহিতের নেতৃত্বে এশিয়া সেরা হয় ভারত।
তবে শাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই তারকা ব্যাটসম্যান ছাড়া এবার ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। শাকিব ও তামিম না-থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না রোহিত। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। গত কয়েক বছরে দারুণ পারফর্ম করে আসছে। শুধু ঘরের মাঠেই নয়, বিদেশেও। বিশেষ করে আমাদের বিরুদ্ধে ওরা চাপের মধ্যে ভালো খেলে। সুতরাং ওদের অন্যভাবে দেখার কোনও কারণ নেই।’
বাংলাদেশ দলে শাকিব ও তামিমের মতো দুই তারকা ব্যাটসম্যানের না-থাকা প্রসঙ্গে রোহিত বলেন, ‘জানি শাকিব ও তামিমের মতো দু’জন বড় প্লেয়ার নেই। কিন্তু তবুও ওরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ দলে বেশ কয়েকজন পরিণত ক্রিকেটার রয়েছে, যারা অনেক দিন ধরে দেশের হয়ে খেলছে।’
দিল্লিতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে কম জলঘোলা হয়নি। রাজধানীর দূষণ নিয়ে দিল্লিতে ম্যাচ আয়োজন না-করা নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কয়েকজন পরিবেশবিদ। তবুও দিল্লি থেকে ম্যাচ সরাতে রাজি হননি সৌরভ। দিল্লির দূষণ প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘আমি সবে মাত্র দিল্লিতে পা-দিয়েছি। সুতরাং খুব বেশি সময় এখানে কাটায়নি। তবে আমি জানি, ৩ তারিখ ম্যাচটা এখানেই হচ্ছে। আমাদের এখানে খেলতে কোনও সমস্যা নেই। এখানে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচও খেলেছি।’ সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে রাজকোট ও নাগপুরে।
TheLogicalNews
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.